এর আগে সোমবার ভোরে সুন্দরবন সংলগ্ন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জেলে কামরুল ইসলাম খানের মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়।
জেলে কামরুল ইসলাম জানান, অজগরটি রবিবার রাতে তার মুরগির ঘরে প্রবেশ করে। সকালে ঘুম থেকে উঠে দেখি অজগরটি দুটি হাঁস, একটি মুরগি খেয়ে ফেলেছে এবং এছাড়া আরও ছয়টি হাঁস মেরে ফেলেছে ।
সুন্দরবন সুরক্ষা বিষয়ক ওয়াইল্ড টিমের সদস্যরা জানান, খবর পেয়ে তারা জেলে কামরুল ইসলামের বাড়ি থেকে বিশাল আকৃতির ওই অজগরটি উদ্ধার করে। অজগরটির ওজন প্রায় ১৫ কেজি এবং দৈর্ঘ ১২ ফুট।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সুন্দরবন সংলগ্ন গ্রাম থেকে বিশাল আকৃতির অজগরটি উদ্ধার করার পর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এনিয়ে দেড় বছরে সুন্দরবন সংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে ৪০টি অজগর উদ্ধার করা হয়েছে। পরে ওই সব অজগর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।